২৮-৩১ অক্টোবর ২০২৪ চট্টগ্রামে নারী-উদ্যোক্তাদের জন্য ‘স্মার্ট ব্যবসায় ব্যবস্থাপনা এবং আর্থিক অন্তর্ভুক্তি’ কর্মশালা আয়োজন। এসএমই ফাউন্ডেশন এবং দি এশিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বাস্তবায়নাধীন SheProspers কর্মসচির আওতায় আয়োজিত কর্মশালায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার ২৮জন নারী-উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
কর্মশালার বিষয়বস্তু বৈচিত্র্যময় এবং নারী-উদ্যোক্তাদের জন্য উপযোগী করে তোলার লক্ষ্যে অভিজ্ঞ রিসোর্স পার্সনগণের সহায়তায় কারিকুলাম তৈরি করা হয়। কারিকুলামে ব্যবসায়ের প্রাথমিক ধারণা, উৎপাদন ব্যবস্থাপনা, বাজারজাতকরণ, আর্থিক ব্যবস্থাপনা, ঋণ ব্যবস্থাপনা, ডিজিটাল কমার্স, ক্যানভা, ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন ব্যবসায় ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষক জনাব মো. মাহফুজুল হক, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট জনাব পার্থ প্রতিম রায় এবং ব্র্যাক ব্যাংক চট্টগ্রামের সিনিয়র ম্যনেজার (স্মল বিজনেস ক্রেডিট) জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম মজুমদার।
৩১ অক্টোবর ২০২৪ কর্মশালার সমাপনী দিনে অংশগ্রহণকারী নারী-উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক জনাব মুহাম্মদ মাসুদুর রহমান, দি এশিয়া ফাউন্ডেশনের প্রোগ্রাম লিড জনাব ইজলাল মঈন হোসেন, সিনিয়র প্রোগ্রাম অফিসার রত্না মারিয়া রোজারিও উপস্থিত ছিলেন।
Event