
০৫ মে ২০২৫, সোমবার, ময়মনসিংহে নারী উদ্যোক্তা উন্নয়ন, তাঁদের জন্য যথাযথ অর্থায়ন, উৎপাদিত পণ্যের বাজার সংযোগ এবং ব্যবসা সম্প্রসারণ বিষয়ে Lesson Sharing Workshop অনুষ্ঠিত হয়।
নারী উদ্যোক্তা উন্নয়নে এসএমই ফাউন্ডেশন এবং দি এশিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বাস্তবায়নাধীন SheProspers প্রজেক্ট'র আওতায় আয়োজিত কর্মশালায় ময়মনসিংহ বিভাগের ৪০ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। কর্মশালায় ব্যবসা পরিচালনা বিশেষ করে প্রাতিষ্ঠানিক ঋণ পাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় প্রস্তুতি, বাঁধা, বাঁধা মোকাবেলার কৌশল, ঋণ ব্যবস্থাপনা, যথানিয়মে ঋণ পরিশোধ, ব্যবসায়িক ডকুমেন্টেশন, ব্যবসা সম্প্রসারণ প্রভৃতি বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করা হয়। তাঁদের অভিজ্ঞতা পর্যালোচনা করে নব উদ্যমে এগিয়ে চলার ক্ষেত্রে উপস্থিত নারী উদ্যোক্তাদের পরামর্শ প্রদান করা হয়। কর্মশালায় ১২ জন সফল নারী উদ্যোক্তা তাঁদের উদ্যোক্তা জীবনের পথ পরিক্রমায় সফলভাবে ব্যাংক ঋণ প্রাপ্তির কৌশল নিয়ে আলোচনা করেন এবং ৫ জন নারী উদ্যোক্তা ব্যাংক ঋণ প্রাপ্তির পথে অন্তরায় নিয়ে ব্যক্তিগত অভিজ্ঞতা ব্যক্ত করেন।
কর্মশালায় এসএমই ফাউন্ডেশনের উপমহাব্যবস্থাপক জনাব মুহাম্মদ মাসুদুর রহমান, সহকারী ব্যবস্থাপক জনাব ইমরাত- ই- জান্নাত ইমু, দি এশিয়া ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার জনাব ইজলাল মঈন, প্রোগ্রাম অফিসার রত্না মারিয়া রোজারিও, ডেভলার্ণ এর জনাব রামিসা তাবাস্সুম, ময়মনসিংহের নারী উদ্যোক্তা সংগঠক জনাব সৈয়দা সেলিমা আজাদ, জনাব আইনুন্নাহার , জনাব নওশীন তারান্নুম মুনা এবং অন্যান্য নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
News & Reports