
২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, রংপুরে নারী উদ্যোক্তা উন্নয়ন, তাঁদের জন্য যথাযথ অর্থায়ন, উৎপাদিত পণ্যের বাজার সংযোগ এবং ব্যবসা সম্প্রসারণ বিষয়ে Lesson Sharing Workshop অনুষ্ঠিত হয়।
নারী উদ্যোক্তা উন্নয়নে এসএমই ফাউন্ডেশন এবং দি এশিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বাস্তবায়নাধীন SheProspers প্রজেক্ট'র আওতায় আয়োজিত কর্মশালায় রংপুর বিভাগের ৪৫ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। কর্মশালায় ব্যবসা পরিচালনা বিশেষ করে প্রাতিষ্ঠানিক ঋণ পাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় প্রস্তুতি, বাঁধা, বাঁধা মোকাবেলার কৌশল, ঋণ ব্যবস্থাপনা, যথানিয়মে ঋণ পরিশোধ, ব্যবসায়িক ডকুমেন্টেশন, ব্যবসা সম্প্রসারণ প্রভৃতি বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করা হয়। তাঁদের অভিজ্ঞতা পর্যালোচনা করে নব উদ্যমে এগিয়ে চলার ক্ষেত্রে উপস্থিত নারী উদ্যোক্তাদের পরামর্শ প্রদান করা হয়।
কর্মশালায় এসএমই ফাউন্ডেশনের উপমহাব্যবস্থাপক জনাব মুহাম্মদ মাসুদুর রহমান, দি এশিয়া ফাউন্ডেশনের স্থানীয় প্রতিনিধি মাহমুদা শরীফা, রংপুর উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি'র আহবায়ক শাহনাজ পারভীন, আস্থা সামাজিক উন্নয়ন সংস্থা'র চেয়ারম্যান নাফিসা সুলতানা এবং অন্যান্য নারী উদ্যোক্তা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
News & Reports