
১৬ এপ্রিল ২০২৫, বুধবার SheProspers কর্মসূচির আওতায় প্রশিক্ষণ প্রাপ্ত নারী উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তিতে সহায়তার লক্ষ্যে Women Entrepreneurs-Banker Meet অনুষ্ঠান আয়োজিত। বাংলাদেশের নারী উদ্যোক্তাদের উন্নয়নে এসএমই ফাউন্ডেশন এবং দি এশিয়া ফাউন্ডেশনের উদ্যোগে SheProspers: Elevating Women Entrepreneurs in Bangladesh কর্মসূচি বাস্তবায়নাধীন। এই কর্মসূচির অন্যতম নারী উদ্যোক্তাদের প্রাতিষ্ঠানিক ঋণ সহায়তা নিশ্চিত করা। এ লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ইতোমধ্যে জাতীয় পরিচয় পত্র, হালনাগাদ ট্রেড লাইসেন্স, টিআইএন নাম্বার, ব্যাংক হিসাব, প্রযোজ্য ক্ষেত্রে অংশীদারি চুক্তি বা মেমোরেন্ডাম অব এ্যাসোসিয়েশন এবং অন্তত তিন বছর ধরে চলমান ব্যবসা রয়েছে এমন ৩১ জন নারী উদ্যোক্তাকে নির্বাচন করে ঋণ গ্রহণ প্রস্তুতি বিষয়ে আবাসিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত নারী উদ্যোক্তাদের প্রয়োজনীয় ডকুমেন্টস তৈরিতে সহায়তা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে ঋণ গ্রহণে প্রস্তুত উক্ত নারী উদ্যোক্তাদের প্রয়োজনীয় ডকুমেন্টস এবং উদ্যোক্তার সক্ষমতা পর্যালোচনা করে তাঁদের ঋণ প্রাপ্তির সম্ভাব্যতা যাচাই ও ঋণ প্রদানের ক্ষেত্রে পরবর্তী করণীয় বিষয়ে ব্র্যাক ব্যাংক পিএলসি, ব্যাংক এশিয়া পিএলসি, ইস্টার্ণ ব্যাংক (ইবিএল) পিএলসি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি, ন্যাশনাল কমার্স ব্যাংক (এনসিসি) পিএলসি, আইডিএলসি ফাইন্যান্স পিএলসি, আইপিডিসি ফাইন্যান্স পিএলসি, লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি, ঢাকা ব্যাংক পিএলসি এবং সিটি ব্যাংক পিএলসি’র সংশ্লিষ্ট কর্মকর্তাগণ মূল্যায়ন প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের সম্মানীত চেয়ারপার্সন জনাব মো. মুসফিকুর রহমান। তিনি বলেন, নারী উদ্যোক্তাদের শক্তিশালী পদচারণা নতুন বাংলাদেশের অর্থনীতির ভিত মজবুত করবে। নারী উদ্যোক্তাদের জন্য প্রাতিষ্ঠানিক ঋণ নিশ্চিত করা অত্যন্ত জরুরী। তিনি নারী উদ্যোক্তাদের নিয়ম-নীতি অনুসরণ করে ব্যবসা পরিচালনার জন্য পরামর্শ প্রদান করেন। অন্যদিকে, সহযোগিতার মনোভাব নিয়ে নারী উদ্যোক্তাদের মূল্যায়ন এবং ঋণ প্রদানের উদ্যোগ গ্রহণের জন্য ব্যাংক কর্মকর্তাদের অনুরোধ জানান। অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব আনোয়ার হোসেন চৌধুরী নারী উদ্যোক্তা এবং ব্যাংকের ব্যবসায়িক সম্পর্ক জোরদার করে নারী উদ্যোক্তাদের জন্য ঋণ প্রবাহ বৃদ্ধির বিষয়ে গুরত্বারোপ করেন।
এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক জনাব ফারজানা খান নারী উদ্যোক্তাদের ঋণ প্রবাহ বিষয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। উপস্থিত ছিলেন দি এশিয়া ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার জনাব ইজলাল মঈন, প্রোগ্রাম অফিসার রত্না মারিয়া রোজারিও এবং এসএমই ফাউন্ডেশনের উপমহাব্যবস্থাপক জনাব মুহাম্মদ মাসুদুর রহমান ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
প্রশিক্ষণপ্রাপ্ত নারী উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তি নিশ্চিতকরণে ব্যাংকারগণ কর্তৃক মূল্যায়নের ভিত্তিতে পরবর্তীতে কার্যক্রম গ্রহণ করা হবে।
News & Reports