বাংলাদেশে নারী-উদ্যোক্তা উন্নয়নে SheProspers: Elevating Women Entrepreneurs in Bangladesh কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন এবং দি এশিয়া ফাউন্ডেশন যৌথভাবে কাজ করছে।
চুক্তির আওতায় ২০২৪-২৫ অর্থবছরে নারী-উদ্যোক্তাদের ছয় ধাপে বিভিন্ন সহায়তা প্রদান করা হবে। তম্মধ্যে উল্লেখযোগ্য হলো, প্রশিক্ষণ এবং নিয়মিত কোচিংয়ের মাধ্যমে নারী-উদ্যোক্তাদের ব্যবসায়িক পরিকল্পনা তৈরিতে উপযু্ক্ত করে গড়ে তোলা এবং বিভিন্ন ব্যাংকের মাধ্যমে ঋণ প্রাপ্তি নিশ্চিত করা।
এ লক্ষ্যে আয়োজিত কর্মশালায় দুইজন পেশাদার ব্যাংকারের মাধ্যমে নারী-উদ্যোক্তাদেরকে ব্যাংকেবল করার নিমিত্ত ব্যাংক ঋণ প্রস্তাবনা প্রস্তুতে সহায়তা প্রদান করা হয়। কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন আইডিএলসি ফাইন্যান্সের রিজিওনাল ক্রেডিট ম্যানেজার জনাব টিটো প্রশাস্ত রোজারিও এবং ব্র্যাক ব্যাংকের রিজিওনাল ক্রেডিট হেড জনাব হুসাইন মো. ইয়াসিন।
অনুষ্ঠানে কোর্স সমন্বয়ক উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক জনাব মুহাম্মদ মাসুদুর রহমান। উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপক জনাব সৈয়দা সুলতানা ইয়াসমিন, দি এশিয়া ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার জনাব ইজলাল মইন হোসেন, সিনিয়র প্রোগ্রাম অফিসার জনাব রত্না মারিয়া রোজারিও, ডেভলার্ন কনসালটেন্সি-এর ম্যানেজিং পার্টনার জনাব নাঈম কাশেম। এছাড়া এসএমই ফাউন্ডেশনের নারী-উদ্যোক্তা উন্নয়ন উইং-এর উপব্যবস্থাপক জনাব মো. নাজমুল ইসলাম এবং সহকারী ব্যবস্থাপক জনাব ইমরাত-ই-জান্নাত ইমু উপস্থিত ছিলেন।
News